আওয়ামী খুনিদের ফাঁসির দাবিতে বাগেরহাটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১৭:৫০ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৯
বিএনপি কেন্দ্রীয় নির্বহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, স্বৈরাচারের পতন হয়তো হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। সব ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিয়ে জাতীয়তাবাদী সব শক্তিকে সঙ্গে নিয়ে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রদর্শিত মানুষের উন্নয়ন ও কল্যাণের রাজনীতিই হবে বিএনপির রাজনৈতিক অনুপ্রেরণা।
সোমবার (১১ নভেম্বর) সকালে বাগেরহাট জেলা সেচ্ছাসেবকদলের সাবেক সাধারন সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নূরে আলম তানু ভ’ইয়ার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিহ্নিত আওয়ামী খুনিদের ফাঁসির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি জাহিদুল ইসলাম শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচবি মোজাফ্ফর রহমান আলম। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি নেছার উদ্দিন সফি, সেচ্ছাসেবক দলের খুলনা জেলা সভাপতি মোঃ তৈয়বুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির আহবায়ক কমিটিার সদস্য শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, নিহত তানু ভ’ইয়ার স্ত্রী আখি আক্তার, ভাই আব্দুল কাশেম সেলিম ভুইয়া প্রমূখ।
সমাবেশ শেষে সেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক নূরে আলম তানু ভ’ইয়া, ছাত্রদল নেতা এমাদুল, নেতা সাব্বির ও বিএনপি নেতা সজিব তরফদাসহ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গত ১৭ বছরে আওয়ামী খুনিদের দ্রুত ফাঁসির দাবি একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত