আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৩ জুন ২০২১, ১৭:০১ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৪

বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৩জুন বুধবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক। 

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ আব্দুল মান্নান শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম এ লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমার ওয়েল, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোকলেছার রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সাত্তার। এসময় উপস্থিত ছিলেন, আটম‚ল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আঃ মান্নান, পিরব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দেউলী ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক মাস্টার শাহিন আলম, রায়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মটু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোখলেছার রহমান মুন্নু, শামসুততায়ালা খুরুম, যুবলীগ নেতা খন্দকার আল এমরানসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিতি হয় । উল্লেথ্য, ১৯৪৯ সালের এই দিনে রোজ গার্ডেনে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিষ্ঠা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত