আইপিএলের এক ম্যাচ দেখিয়ে বিসিসিআই পাবে ১২৭ কোটি টাকা
প্রকাশ: ১৪ জুন ২০২২, ১২:১৩ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৪১
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রচারস্বত্ব থেকে বিপুল অঙ্কের টাকা পাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সর্বশেষ নিলামে বিসিসিআই আইপিএলের প্রচারস্বত্ব বিক্রি করেছে ৪৪ হাজার ৭৪ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৫৩ হাজার কোটি টাকা)। যা এ যাবতকালের সর্বোচ্চ।
অনলাইন নিলামের মাধ্যমে ২০২৩-২৭ সালের (৫ বছর) মিডিয়া রাইটস বিক্রি করছে বিসিসিআই। সোমবার নিলামের দ্বিতীয় দিনে বিডিং থামে ৪৪ হাজার ৭৫ কোটি রুপিতে!
ভারতীয় উপমহাদেশে টিভি স্বত্ব বিক্রি হল ২৩ হাজার ৫৭৫ কোটি টাকায়। পাঁচ বছরের জন্য ডিজিটাল স্বত্ব বিক্রি হয়েছে ২০ হাজার ৫০০ কোটি টাকায়। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই ৪১০টি ম্যাচের জন্য ৪৪ হাজার ৭৫ কোটি টাকায় দু'টি পৃথক সম্প্রচারকারী সংস্থাকে মিডিয়া স্বত্ব বিক্রি করল।
ভারতীয় মহাদেশে আইপিএল প্রচারের স্বত্ব বিক্রি হল ২০১৭ সালে স্টারের দেয়া প্রায় দ্বিগুণ দামে। সেই সময় প্রতি ম্যাচের দাম ছিল ৫৪.৫ কোটি রুপি। এবার প্রতি ম্যাচের দাম দাঁড়াল ১০৫.৫ কোটি রুপি! বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১২৭ কোটি টাকারও বেশি।
এবারের নিলামে ৪টি প্যাকেজ রেখেছিল বিসিসিআই। প্যাকেজ ‘এ’ শুধুমাত্র ভারতীয় উপমহাদেশে টিভি সম্প্রচার স্বত্বের জন্য। প্যাকেজ ‘বি’তে একই অঞ্চলের ডিজিটাল টিভি সম্প্রচার স্বত্বের জন্য। প্যাকেজ ‘সি’তে প্রতি মৌসুমে ১৮টি ম্যাচ দেখানোর ডিজিটাল স্বত্বের কথা বলা হয়েছে। প্যাকেজ ‘ডি’ রাখা হয়েছে প্রতিটি ম্যাচের মিলিত টিভি এবং ডিজিটাল স্বত্ব, যা প্রযোজ্য বিদেশি বাজারে।
অনলাইন নিলামে প্যাকেজ ‘এ’ ও ‘বি’র জন্য প্রতি সিজনে ৭৪ ম্যাচের হিসাব ধরে আগামী পাঁচ মৌসুমের জন্য। তবে শেষ দুই বছরে ম্যাচের সংখ্যা ৯৪ হতে পারে বলে জানিয়েছে জিনিউজ।
বিসিসিআই ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত ১৬,৩৪৭ কোটি রুপি পেয়েছিল। ধারণা করা হচ্ছে শেষ দুটি মৌসুমে ৯৪টি করে ম্যাচ হলে বিসিসিআই এবার ৫০ হাজার কোটি রুপির স্বত্ব বিক্রি করতে পারবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত