আইনজীবী হত্যা ইসকন নিষিদ্ধের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১৭:১০ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪
চট্রগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা এবং ইনকন নিষিদ্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঈমান আক্বিদা রক্ষা পঞ্চগড় জেলা কমিটির উদ্যোগে বৃহষ্পতিবার (২৮নভেম্বর) দুপুুরে শহরের চৌরঙ্গী মোড়ে এই সমাবেশ বিক্ষোভ পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, দেশের সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা নষ্ট করতে একটি গোষ্ঠি ষড়যন্ত্র শুরু করেছে। তারা নানা ছলচাতুরি করে দেশের অভ্যন্তরে সকল শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের মাঝে বিভেদ সৃষ্টির পায়তারা করছে। তাই আমাদের সব ধর্ম-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের অর্জিত স্বাধীনতা সার্বভৌমত্ব কেউ যেনো নষ্ট না করতে পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের মুসলিম, হিন্দু বৌদ্ধ সবাই আমরা নিজ নিজ ধর্ম পালন করে থাকি। অথচ হঠাৎ এই সম্প্রীতি নষ্ট করতে চট্রগ্রামে ইসকনের বেপরোয়া আচরণ জাতীকে বিভক্ত করার পায়তারায় লিপ্ত রয়েছে। তারা সেখানে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলি কে নৃশংসভাবে হত্যা করে। এটা পরিকল্পিত হত্যা। যেনো সবার মাঝে বিভেদ ছড়িয়ে পড়ে।তাই অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ সহ সকল অপরাধীকে গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
এ সময় বক্তব্য রাখেন ঈমান আক্বিদা রক্ষা পঞ্চগড় জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুফতি আ ন ম আব্দুল করিম, সাধারন সম্পাদক ক্বারী মোঃ আব্দুল্লাহ , সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ ,দপ্তর সম্পাদক মোঃ নুর আলম , প্রচার সম্পাদক হাফেজ মীর মোর্শেদ তুহিন প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত