অসাংবিধানিক উপায়ে কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে দেয়া হবে না : মিজানুর রহমান মিজু

  প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩১ |  আপডেট  : ৯ নভেম্বর ২০২৪, ০২:৫৬

অসাংবিধানিক উপায়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কাউকে দখল করতে দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিজানুর রহমান মিজু বলেন, জাতীয় স্বাধীনতা পার্টির পক্ষ থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। অসাংবিধানিক উপায়ে কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে দেয়া হবে না। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মোকাবেলা করা হবে।


তিনি বলেন, দুই—একটি রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাতেও জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। জাতীয় স্বাধীনতা পার্টি নিবন্ধন পেলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে এবং নির্বাচনকে অর্থবহ করে তুলবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন এম. নাজিম উদ্দিন আল আজাদ, মাহবুব হোসেন, ফয়েজ চৌধুরী প্রমুখ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত