অভিযুক্ত কনস্টেবল নাজমুল সাময়িক বরখাস্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ এপ্রিল ২০২২, ১৯:৫৯ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:১৫

কপালে টিপ পরায় লতা সমাদ্দার নামের এক নারীকে হেনস্তা করার ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই পুলিশ সদস্য ডিএমপির প্রোটেকশন বিভাগে কাজ করেন। ওই ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।এর আগে সোমবার ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার পুলিশ সদস্যকে চিহ্নিত করার বিষয়টি নিশ্চিত করেন। এরপরেই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিপ্লব কুমার সরকার বলেন, ‘যাঁর বিরুদ্ধে অভিযোগ তাঁকে চিহ্নিত করা হয়েছে। যাঁকে চিহ্নিত করা হয়েছে তাঁর সঙ্গে আমাদের কথা হয়েছে। অভিযুক্ত বলেছেন, তেজগাঁও কলেজের ওখানে একটি ঘটনা ঘটেছে। এখন যথাযথ তদন্ত হবে। তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’

গত শনিবার কপালে টিপ পরায় ঢাকার রাস্তায় হয়রানির শিকার হওয়ার কথা জানান রাজধানীর তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার। এ বিষয়ে শনিবার শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ দেন তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত