অভিনেত্রী মন্দিরা বেদির স্বামী পরিচালক রাজ কৌশল মারা গেছেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২১, ১১:৫৭ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২০:২১

না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী মন্দিরা বেদির স্বামী বলিউড পরিচালক রাজ কৌশল। তার বয়স হয়েছিল ৪৯।

জানা গেছে, বুধবার ভোরে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। রাজ কৌশলের এক ঘনিষ্ঠ বন্ধু মৃত্যুর খবরটি টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করেছেন।

অভিনেতা রোহিত রায় ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “রাজ আজ ভোর ৪.৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার হার্ট অ্যাটাক হয়েছিল। তার পরিবার কোনও প্রকার চিকিৎসা করানোর আগেই তিনি মারা গেছেন।”

‘অ্যান্থনি কৌন হ্যায়’, ‘পেয়ার ম্যায় কাভি কাভি’, ‘শাদি কা লাড্ডু’ প্রভৃতি সিনেমা পরিচালনার পাশাপাশি প্রযোজনা করেছেন রাজ কৌশল। এছাড়া ‘মাই ব্রাদার…নিখিল’ সিনেমাটিও তিনি প্রযোজনা করেছেন।

১৯৯১ সালে অভিনেত্রী মন্দিরা বেদিকে বিয়ে করেন রাজ কৌশল। তাদের দুই সন্তান রয়েছে। নির্মাতা রাজ কৌশলের মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার ঘনিষ্ঠজনরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত