অবারিত বাংলার ঈদ আনন্দ উৎসব পালন

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ১৭:৪৮ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ০২:৫৯

মুন্সিগঞ্জের লৌহজংয়ে আর্থ সামাজিক উন্নয়ন ও গবেষণা কেন্দ্র অবারিত বাংলা ❝ ঈদ আনন্দ উৎসব ❞ উদযাপন করে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অবারিত বাংলার নির্বাহী পরিচালক ও গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলাম হান্নানের পৃষ্ঠপোষকতায় লৌহজংয়ের শিমুলিয়াস্থ পদ্মার তীর সংলগ্ন সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই উৎসব উদযাপন করা হয়।

নির্মল আনন্দ ও মানুষের মনন বিকাশে সহায়তা করে এমন চিন্তাধারার প্রয়াশ থেকে অবারিত বাংলার এই আয়োজন। ছোট, একেবারে সাদা মাটা অনুষ্ঠানে  আলো আঁধারে  বসে পদ্মার নির্মল বাতাস আকাশে পুর্নিমার চাঁদের আলোয় কথা সাহিত্যিক, গায়ক ও অংকন শিল্পী সোহেল রিয়াজুলের উপস্থাপনায় তার দুই মেয়ে অধরা রিয়াজুৃল ও সর্বরা রিয়াজুল  রবীন্দ্র নজরুলের গান গেয়ে মুগ্ধতা এনে পরিবেশেটাকে অন্যরকম অনুভূতির জন্ম দেয়। শিপ্রা মল্লিক হারানো দিনের গান আর  স্যার জগদীশ চন্দ্র বসু কলেজের অধ্যক্ষ ফরহাদ আজিজের হাওয়াই গিটার রাতের পদ্মা পাড়ে  দারুন এক আবহাওয়ার সৃষ্টি করে। 

শুদ্ধ বাংলা গান চর্চা আর বাঙালীর শেকড় রবীন্দ্র নজরুলের গান প্রজন্ম যাতে আকর্ষন করে সে প্রচেষ্টা মাথায় রেখে সংগঠনের নির্বাহী পরিচালক খান নজরুল ইসলাম হান্নানের পৃষ্ঠপোষকতায় অবারিত বাংলা মাঝে মধ্যেই এই ধরণের আয়োজন করে থাকে। সংগঠনটি বাংলা নববর্ষে বাউল সংগীত ও কিছুদিন আগে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে লালন সন্ধ্যা আয়োজন করে  সংস্কৃতির কালো মেঘ অপসারন করার  প্রচেষ্টা করে যাচ্ছে। এ প্রসঙ্গে সংগঠনেরব নির্বাহী পরিচালক খান হান্নান বলেন, সংস্কৃতির মহাসংকটে আমাদের মাঠ দখল, চারিদিকে এক অন্ধকার আচ্ছন্ন মনন।  সেখানে হাটিহাটি পা পা করে এগিয়ে যাওয়া সংগঠন অবারিত বাংলা মুক্তবুদ্ধি চর্চা সংস্কৃতির কালো মেঘ অপসারণ করার ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে ছোট ছোট কাজ করে যাচ্ছে।কথা সাহিত্যিক, গায়ক ও অংকন শিল্পী সোহেল রিয়াজুল ইসলাম

সংগঠন সিনিয়র সহ-সভাপতি অলক মিত্র বলেন, সমাজে এক ধরনের  বন্ধ্যা প্রজন্ম তৈরী হয়েছে, তাদেরকে মুল ধারায় ফিরিয়ে আনতে অবারিত বাংলা তাদের সীমিত চেষ্টা অব্যাহত রেখেছে তাদের মতো করে। এ প্রজন্ম কে মুল ধারায় ফিরিয়ে আনতে না পারলে যে অবক্ষয় শুরু হয়েছে, তা থামানো যাবে না  এমন ছোট ছোট আয়োজন গ্রাম বাংলায় ছড়িয়ে দেবার   মানসিকতা নিয়ে সবার কাজ করা প্রয়োজন বলে অবারিত বাংলা মনে করে।

অনুষ্ঠানে সমাজহিতৈষী ব্যক্তিবর্গ, লেখক, সাংবাদিক, বিচারক, মুক্তিযোদ্ধা, শিক্ষক ,রাজনৈতিক নেতা, সংগঠক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত