অবশেষে ৩২ দল চূড়ান্ত, দেখে নিন কাতার বিশ্বকাপের গ্রুপিং

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২২, ১১:২৮ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৫১

র‌্যাঙ্কিংয়ের ৩১তম দল কোস্টারিকা। ওশেনিয়া অঞ্চলের দেশ নিউজিল্যান্ড অবশ্য বেশ পিছিয়ে- ১০১তম! শক্তিমত্তার পার্থক্যটা মাঠেও দেখো দিলো প্রকটভাবে। আন্তঃমহাদেশীয় প্লে-অফে স্বপ্ন ভঙ্গ হয়েছে নিউজিল্যান্ডের। তাদের ১-০ গোলে হারিয়ে ৩২তম দল হিসেবে কাতার বিশ্বকাপে চলে গেছে কোস্টারিকা।

কনকাকাফ অঞ্চলের বাছাইয়ে চতুর্থ হওয়া কোস্টারিকা ম্যাচের তৃতীয় মিনিটেই জয়সূচক গোলটি পেয়ে গেছে। জাল কাঁপিয়েছেন সাবেক আর্সেনাল খেলোয়াড় জোয়েল ক্যাম্পেল।

নিউজিল্যান্ড অবশ্য প্রথমার্ধের শেষ দিকে গোল পেয়েও গিয়েছিল। ক্রিস উড কোস্টারিকা গোলকিপার কেইলর নাভাসকে বোকা বানিয়ে জালও কাঁপিয়েছিলেন। কিন্তু ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির কল্যাণে জানা যায়, উডকে বল দেওয়ার আগে ফাউল করেছেন নিউজিল্যান্ডের গারবেট।    

দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি তারা। উল্টো ১০ জনের দলে পরিণত হয়েছে ৬৯ মিনিটে। ফাউলের কারণে লাল কার্ড দেখেন কোস্টা বারবারোউসেস।

ষষ্ঠবারের মতো চূড়ান্ত পর্বের টিকিট কাটা কোস্টারিকা খেলবে গ্রুপ ‘ই’ তে। তাদের গ্রপ সঙ্গী ২০১০ সালের বিশ্বকাপ জয়ী স্পেন, চারবারের বিশ্বজয়ী জার্মানি ও জাপান।

টানা তিন বার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যাওয়া কোস্টারিকার সেরা পারফরম্যান্স ছিল ২০১৪ বিশ্বকাপে। সেবার সর্বোচ্চ সাফল্য ছিল কোয়ার্টার ফাইনাল। এছাড়া উরুগুয়ে, ইতালি ও ইংল্যান্ড নিয়ে গড়া দলটিতে হয় গ্রুপ সেরাও। শেষ ষোলোতে গ্রিসকে হারাতে পারলেও কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে হারে নেদারল্যান্ডসের কাছে।  

এক নজরে বিশ্বকাপের চূড়ান্ত ৩২ দল

গ্রুপ ‘এ’- কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস

গ্রুপ ‘বি’- ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ওয়েলস

গ্রুপ ‘সি’- আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড

গ্রুপ ‘ডি’- ফ্রান্স, অস্ট্রেলিয়ায়া, ডেনমার্ক, তিউনিশিয়া

গ্রুপ ‘ই’- স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান

গ্রুপ ‘এফ ‘- বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া

গ্রুপ ‘জি’- ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন

গ্রুপ ‘এইচ- পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত