অবরোধের দ্বিতীয় দিনের শুরুতেই সাভারে বাসে আগুন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ নভেম্বর ২০২৩, ১০:১৪ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ২১:৩০

টানা তিন দিন বিএনপি-জামায়াতের ডাকা সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ বুধবার। অবরোধের মধ্যে ঢাকার সাভারের বলিয়াপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি দূরপাল্লার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে গাড়ির সব কটি আসনসহ যন্ত্রাংশ পুড়ে গেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুরে মধুমতী মডেল টাউনের সামনে পার্ক করা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে খবর পায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে গাড়ির যন্ত্রাংশসহ ভেতরের সবকিছু পুড়ে গেছে। বাসটি ঢাকা থেকে গাইবান্ধায় চলাচল করত।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত