অপহরনের ৩ দিন পর শিশু উদ্ধার, ৪ অপহরণকারী গ্রেফতার
প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ১৬:৪১ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ২৩:০০
মাদারীপুরের শিবচর থেকে ৫ বছরের শিশু অপহরণের তিনদিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (২৭ মার্চ) বেলা ১টার দিকে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা নিশ্চিত করেছন মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৩ মার্চ (মঙ্গলবার) সকাল অনুমান সাড়ে ১০টার দিকে শিবচর উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের চরগুপ্তের কান্দি গ্রামের শাহজাহান মুন্সীর ছেলে রায়হান মুন্সী (৫)-কে বিস্কুট খাওয়ানোর কথা বলে তার চাচাত ভাই মোহাম্মদ মুন্সী ওরফে বিল্লাল মুন্সী (২২) ও আল-আমিন ওরফে রাসেল মুন্সী (১৯) তাকে বাড়ি থেকে নিয়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও রায়হান বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। রায়হানকে খুঁজে না পেয়ে ২৩ মার্চ শিবচর থানায় একটি সাধারণ ডাইরী ও পরের দিন একটি মামলা দায়ের করেন রায়হানের পিতা শাজাহান মুন্সী। এরই মধ্যে বিল্লাল ও আল-আমিনের পিতা ছালাম মুন্সী রায়হানের পরিবারের কাছে মুক্তিপণ বাবদ প্রথমে ১০ হাজার টাকা ও পরে বাড়ির জমি আসামীদের নামে লিখে দেওয়ার দাবি করেন।
শিবচর থানার পুলিশের একটি দল অপহরণকারীদের গ্রেফতারের জন্য প্রযুক্তির ব্যবহার ও ঢাকা ডিবির সহায়তা অভিযান চালিয়ে জামালপুর জেলার সদর রেল স্টেশনের পাশ রিয়াদ হোটেল এণ্ড রেস্টুরেন্ট থেকে ২৬ মার্চ (শুক্রবার) সকাল ৮টার সময় রায়হানকে উদ্ধার করে। এসময় আসামী বিল্লাল মুন্সী, রাসেল মুন্সী ও পিতা ছালাম মুন্সী এবং মা শিরিনা আক্তার ওরফে পারভিনকে গ্রেফতার করে।
রায়হানের পিতা শাজাহান মুন্সীর সাথে আসামী ছালাম মুন্সীর পরিবারের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে শত্রুতা চলে আসছিল। ছালাম মুন্সীর পরিবার দীর্ঘ ৪০ বছর যাবৎ নারায়নগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করত। সম্প্রতি শিবচরে এসে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্তে শত্রুতা জেরে রায়হানকে অপহরণ করেছে বলে আসামীরা পুলিশকে জানিয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত