অপরাধবিজ্ঞানের অধ্যাপক জিয়া রহমান আর নেই

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ১০:৫৩ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১২:১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অপরাধবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৩ মার্চ) ভোর পৌনে চারটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ও তার সহকর্মী অধ্যাপক ড. মো. বিললাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, রাতে সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তির বিষয়ে কাজ করার সময় স্যারের অসুস্থতার কথা শুনি। পরে তাকে হাসপাতালে নেওয়ার খবর পাই। সেখানেই তিনি মারা যান। জানাজা কখন হবে, তা এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা এখানেই আছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত