অনুমোদনহীন জুস ফ্যাক্টরিতে র্যাবের অভিযান
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ১৩:১০ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৫
রাজধানীর আমিনবাজার এলাকায় অনুমোদনহীন জুস ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করছে র্যাব-৩। অভিযানে বিপুল পরিমাণ নকল জুস জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান শুরু হয় বলে জানিয়েছেন র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, গাবতলীর আমিনবাজার এলাকায় ফ্রুটি নামক নকল জুস প্রস্তুতকারী ‘শাপলা ফুডস আ্যন্ড ভেভারেজ’ নামের বিশাল এক ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোনো অনুমোদন ছাড়াই জুস তৈরি করতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণ নকল জুস জব্দ করা হয়েছে।
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত