অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাতীয় ক্রিকেট লিগ
প্রকাশ: ২ এপ্রিল ২০২১, ১০:৩৬ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯
দেশজুড়েই করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। বৃহস্পতিবার ( ১ এপ্রিল) শেষ হয়েছে এনসিএলের দ্বিতীয় রাউন্ড। তৃতীয় রাউন্ড কবে শুরু হবে, তা পরে জানাবে বিসিবি।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আমরা দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের বিরতিটা লম্বা করছি। তৃতীয় রাউন্ড কবে শুরু হবে তা পরে সিদ্ধান্ত হবে।’ ৫ এপ্রিল শুরু হওয়ার কথা ছিল তৃতীয় রাউন্ড।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত