অধিক লাভে বোতলের তেল বিক্রি হচ্ছে লুজ তেল হিসেবে
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ১৫:৩৩ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১০:০৫
মেহেরপুরের গাংনীর তিন ডিলারের কারসাজিতে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি (ভোজ্য তেল) সয়াবিন তেলের দাম শহরে বেড়েছে ১৫ টাকা আর গ্রামা লে ২০ থেকে ২৫ টাকা। গাংনী শহরে মের্সাস সিদ্দিক ট্রেডার্স সিটি গ্রুপের তীর সয়াবিন, মেসার্স সেলিম ট্রেডার্স বসুন্ধরা গ্রুপের সয়াবিন তেল ও আতিয়ার ট্রেডার্স রুপচাঁদা সয়াবিন তেলের ডিলার এরা। তেলের দাম এক সপ্তাহের ব্যবধানে শহরে ১৫ টাকা আর গ্রামা লের খুচরা দোকানে ২০/২৫ টাকা বাড়লেও উপজেলা প্রশাসন জানে আন্তর্জাতিক বাজারের কারণে ভোজ্য তেলের দাম বেড়েছে। তবে, ডিলারদের সাথে কথা বলবেন বলে জানান গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। দোকানগুলোতে খোলা তেল পাওয়া গেলেও কোম্পানীর বোতলজাত তেলের কোনো হদিশ মিলছেনা।
খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করছেন, ডিলাররা বোতলজাত তেল কোম্পানীর কাছ থেকে এনে খুচরা পাইকারীদের কাছে খোলা তেল বানিয়ে বিক্রি করছেন। এতে তারা ৫ লিটারের এক বোতল তেল ১০ টাকার পরিবর্তে ১০০ থেকে ১১০ টাকা অতিরিক্ত লাভ করছেন। তারা বাজারে সংকট সৃষ্টি করেই এই অতিরিক্ত মুনাফা লুটছেন বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা।
সিটি গ্রুপের তীর সয়াবীন তেলের গাংনী উপজেলার ডিলার মের্সাস সিদ্দিক স্টোরের মালিক সিদ্দিকুর রহমান বলেন, আমরা তেলের জন্য কোম্পানীকে ১০ লক্ষ টাকার ডিডি পাঠালে তারা আমাদের ৬ লাখ টাকার সয়াবিন তেল দিচ্ছেন। বাকী ৪ লাখ টাকার শরিষার তেল দিচ্ছেন তারা। এসব তেল পেতে আমাদের দেড় থেকে দুই থেকে মাস অপেক্ষা করতে হচ্ছে। তারপর তেল পাচ্ছি। এতে আমরা বেশ ক্ষতির মুখে পড়ছি। তারপরেও কোম্পানী আমাদের ৪ লক্ষ টাকার শরিষার তেলের দামও বেশী নিচ্ছেন। শরিষার প্রতি কেজি তেলের দাম ১০০ টাকা থাকলেও সেটা আমাদের কাছে এখন ১৬০ টাকা ধরে নিচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, কোম্পানীই আমাদের সুযোগ বুঝে ব্যবহার করছেন।
গাংনী বাজারের খোলা তেলের ডিলার সুমন হোসেন জানান, আমরা মৌলভী বাজার থেকে তেলের ডিলারশীপ নিয়েছি। কোম্পানীর বোতলজাত ৫ লিটার তেলের দাম ৭৪০ টাকা। বোতলজাত ৫ লিটার তেল বিক্রি করে মাত্র ১০ টাকা লাভ করেন খুচরা দোকানদার। সেখানে তারা বোতল খুলে লুজ তেল হিসেবে বিক্রি করলে ৫ লিটার তেলের বোতলের দাম পাচ্ছেন ৮৬০ টাকা। আমরা এখন তেলের ডিডি পাঠালেও তেল পেতে সময় লাগছে এক থেকে দেড় মাস। গাংনী উপজেলায় এখন মারাত্বকভাবে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। মাত্র ১০ দিনের ব্যবধানে সয়াবিনের মূল্য বৃদ্ধি পেয়েছে কেজিতে ২০ থেকে ২৫ টাকা। মাত্র ১০ দিন আগে প্রতি কেজি খোলা সয়াবিন তেল বাজারে ছিল ১৬২ টাকা। এখন ১৬২ টাকার পরিবর্তে প্রতি কেজি সয়াবিন বিক্রি করছেন গাংনী উপজেলা শহরে ১৯০ থেকে ১৯৫ টাকা এবং গ্রামা লের বাজারগুলোতে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি। এদিকে গত শনিবার রাতে মেহেরপুর শহরে বেশ কয়েকটি দোকান ও শহরের আশেপাশের গ্রাম গোভিপুর, যাদবপুর, বামনপাড়া ও বন্দর এলাকায় বেশি দামে তেল বিক্রি করতে দেখা গেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত