অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে যাত্রীবাহী বাসে জরিমানা
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ২০:০১ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১৮:৩৩
বাগেরহাটে নির্ধারিত আাসনের অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে ৬টি যাত্রীবাহী বাসকে ৬ হাজার ২শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ রাশেদুজ্জামান ও আজিজুল কবির।
করোনা সংক্রমন রোধে বাসে নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী বহন না করা ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে সোমবার (২৪ জানুয়ারি) অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এদিন বিভিন্ন অপরাধে ১০টি মামলায় ৪ হাজার ৯‘শ টাকা জরিমানা করা হয়।
বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার জনাব মো: রাশেদুজ্জামান বলেন, যাত্রীবাহী বাসে নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী বহন, ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে এবং ভোক্তা অধিকার আইনে ০৭টি মামলায় ০৭ জনকে ৬ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি ও আইনের প্রয়োগ নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত