অগ্রমস্তিষ্কের সংকেত
প্রকাশ: ৮ এপ্রিল ২০২১, ১৮:৫৫ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৪
ডোরবেলের মতো কিছুক্ষণ পর পর সংকেত দিচ্ছে অগ্রমস্তিষ্ক
অসম্ভব কৌশলে সেটা সামলে
ফেসবুক লাইভ এ চলছে জমজমাট উপস্থাপন,
সাজ-সজ্জা একদম পারফেক্ট।
দূরদর্শিতা ছাড়া ব্যবসা, ভাবাই যায়না!
পেজ এর নোটিফিকেশনে ঈদ ঈদ উৎসব
হাজারো ম্যাসেজের ভিড়ে তলিয়ে যাচ্ছে
অগ্রমস্তিষ্কের সংকেত।
সময় নষ্ট না করে ঝকঝকে পলিব্যাগে মুড়িয়ে দিলাম,
অবচেতন এক নারী দিবস!
এমন সুদৃশ্য পলিব্যাগে বহু বহুবার
অনুভুতিহীন প্রেম, আহত বসন্ত
ক্ষত-বিক্ষত স্বাধীনতা কিংবা বোধহীন একুশ, বিকিয়ে গেছে তর তর করে!
আফটার অল ব্যবসায় 'লাভ' শব্দটাই মুখ্য!
তবে এবার সাজ-সজ্জায় আনতে হবে কিঞ্চিৎ পরিবর্তন
সমস্ত অপকর্মের ঠিকঠাক মেকওভার করে
টানটান রূপে বিকোতে হবে
এক ক্ষুধার্ত বৈশাখ!!
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত