অক্সফোর্ডের টিকা রফতানি বন্ধ করলো ভারত
প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ০৯:৫৫ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা রফতানি সাময়িকভাবে বন্ধ করেছে ভারত। বৃহস্পতিবার (২৫ মার্চ) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। খবরে প্রকাশ, ভারত জানিয়েছে, তাদের অভ্যন্তরীণ করোনা আক্রান্তের সংখ্যা সামনের সপ্তাহগুলোতে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তাই ভ্যাকসিনের ডোজগুলো ভারতেরই লাগবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এ সিদ্ধান্ত এপ্রিলের শেষ নাগাদ বহাল থাকতে পারে। ফলে ভারত থেকে টিকা পাওয়ার আশায় থাকা কোভ্যাক্স প্রকল্পের আওতাধীন ১৯০টি দেশে এ পদক্ষেপের প্রভাব পড়বে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন এ প্রকল্পের লক্ষ্য ছিল সবদেশের মধ্যে ভ্যাকসিনের সুষ্ঠু ভাগ নিশ্চিত করা।
ভারতের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) সম্প্রতি যুক্তরাজ্য ও ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের চালান পাঠাতে বিলম্ব করেছে। ভারত এখন পর্যন্ত ৭৬টি দেশে ছয় কোটি ডোজেরও বেশি ভ্যাকসিন রফতানি করেছে যা বেশিরভাগই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত