Trilce Xlll

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ১৫:৪০ |  আপডেট  : ১৭ জুন ২০২৪, ০১:১২

মূল কবিঃ সেসার ভাইয়্যেহো
ভাবানুবাদঃ সাইফুল ভূঁইয়া
--------------------------------------

 

যদি বৃষ্টি নামে এই রাতে ফিরে যাবো আমি তবে
হাজার বছর পেছনে অথবা কেবল একশত বছর।
যেনো হয়নি কিছু; যেনো এখনো আমার হয়নি জন্ম।

অথবা মা ছাড়া, প্রেমিকা ছাড়া, কোন জেদবিহীন 
শূন্য হাতে হবো অবনত জলের সমীপে।

আজকের মতো এক রাতে হয়তো আমি তুলো থেকে 
উঠাবো বৈদিক সুতো,
আমার চূড়ান্ত সমাপ্তির বৈদিক উত্তরীয়।
একটা সুতোর অভিশাপ, নাসারন্ধ্রে থাকা বন্ধনের চিহ্ন; 
একটা ঘন্টায় বাজবে সময়ের অসামঞ্জস্য দুটো শব্দ।

যাই হোক, ভেবে নিচ্ছি আমার জীবন
এখনো হয়নি তার জন্ম, অথবা 
তাকে এখনো করতে পারিনি মুক্ত।

এটা এমন নয় যে, এখনো আসেনি সে
বরং এসে ইতিমধ্যে চলে গেছে
যে ইতিমধ্যে চলে গেছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত