শ্রীনগরে দোকানের ভিতর থেকে দোকানীর গলিত মরদেহ উদ্ধার 

  নজরুল ইসলাম, শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২০ |  আপডেট  : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৮

মুন্সীগঞ্জের শ্রীনগরে ধাইসার এলাকায় দোকানের ভিতর থেকে সবজি দোকানদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা দূর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ দোকানে ঢুকে রফিকুল আলম ভুলুর মরদেহ উদ্ধার করেন। ভুলু উপজেলার মুশুরীপাড়া গ্রামের মৃত পবন মাঝির ছেলে।

শ্রীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ভুলু ধাইশার এলাকার লাভলু হাসানের কাছ থেকে তিন মাস আগে দুই শাটারের দোকানটি ভাড়া নিয়ে সেখানে সবজি বিক্রি করতেন এবং সেই দোকানের ভিতরই থাকতেন। ভুলু মাদক সেবন করতেন বলে জানান এএসপি। তিনি বলেন, একটি শাটার ভিতর থেকে লাগানো ছিলো এবং আরেকটি শাটার বাহির থেকে তালাবন্ধ অবস্থায় দেখেন তারা। পরে তালা ভেঙে ভিতরে ঢুকে ফ্লোরে পরে থাকা মরদেহ  উদ্ধার করা হয়। সুরতহাল
রিপোর্টের পর মরদেহটি ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলেও জানান,অতিরিক্ত পুলিশ সুপার।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত