" রঙিন ঘুড্ডি " - গোলাম কবির

  গোলাম কবির

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১২:০২ |  আপডেট  : ১৩ ডিসেম্বর ২০২৪, ২০:০২

 " রঙিন ঘুড্ডি "

   ।। গোলাম কবির ।। 

 

  একদিন হঠাৎ করেই তোমার 

  চোখের চোরাবালিতে আঁটকে যায় 

  হৃদয়, তারপর থেকেই গল্পটার শুরু !

 

  এরপর হৃদয়টাকে রঙিন ঘুড্ডি 

  বানিয়ে তোমাকে উপহার দিলাম। 

  তুমি এটাকে একবার 

  আকাশে উড়াও হাসতে হাসতে,  

  আবার ইচ্ছে হয় তো 

  টেনে নামাও নীচে! 

  আবার উড়িয়ে দাও দূরে, বহুদূরে 

  কোথাও যতোদূর সম্ভব যেতে পারে! 

 

  এমনি করতে করতে একদিন 

   হঠাৎ করেই রঙিন ঘুড্ডিটা 

  তোমার হারিয়ে ফেললে!

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত