করোনায় মারা গেলেন প্রয়াত শঙ্খ ঘোষের স্ত্রীরও

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ১২:৪১ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩

করোনা আক্রান্ত হয়ে কবি শঙ্খ ঘোষ প্রয়াত হওয়ার আট দিনের মাথায় মৃত্যু হল তাঁর স্ত্রী প্রতিমা ঘোষেরও। তিনিও করোনা আক্রান্ত হয়েছিলেন। বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি। বয়স হয়েছিল ৮৯ বছর।

গত ১৪ এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসে শঙ্খবাবুর। একইসঙ্গে আক্রান্ত হন তাঁর স্ত্রীও। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁদের। গত ২১ এপ্রিল মৃত্যু হয় শঙ্খ ঘোষের। পরিবার সূত্রে খবর, শঙ্খবাবুর মৃত্যুর পরে শারীরিক অবস্থার আরও অবনতি হয় প্রতিমাদেবীরও। বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ মৃত্যু হয় তাঁর। প্রতিমাদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে নিমতলা শ্মশানে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত