‘সুইসাইড মিশন’ হয়ে উঠতে পারে টোকিও অলিম্পিক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২১, ২০:১৪ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:১৩

জাপানের এক শীর্ষ ই-কমার্স কোম্পানির প্রধান নির্বাহী শুক্রবার জানিয়েছেন, দেশটিতে অলিম্পিক আয়োজন হয়ে উঠতে পারে ‘সুইসাইড মিশন’। নতুন সূচি অনুযায়ী ২৩ জুন থেকে শুরু গ্রীষ্মকালীন অলিম্পিক। সিএএন বিজনেসের সঙ্গে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই জানান রাকুটেন’র (আরকেইউএনএফ) সিইও হিরোশি মিকিতানি। করোনাভাইরাস মহামারির মধ্যে জাপানে এই বৈশ্বিক ক্রীড়া ইভেন্টটি নিয়ে যেসব করপোরেট নেতারা উদ্বিগ্ন, তাদের একজন তিনি।

সাক্ষাৎকারে, মিকিতানি জানান, টোকিও অলিম্পিক স্থগিত করার জন্য সরকারকে বোঝানোর চেষ্টা করছেন। মহামারি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকাকেও সমালোচনা করেছেন তিনি। করোনা নিয়ন্ত্রণ পরীক্ষায় জাপান সরকারকে দশে কেবল দুই নম্বরই দিয়েছেন মিকিতানি।

কেবল স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার স্পনসর রাকুটেন সিইও নন, প্রসিদ্ধ জাপানিজ নির্বাহী কর্মকর্তারাও এই বছর অলিম্পিক আয়োজন নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ও সমালোচনামুখর। তবে কেউ মিকিতানির মতো বিষয়টি নিয়ে এত কঠোরভাবে সমালোচনা করেননি।

রাকুটেন সিইও সাক্ষাৎকারে বলেন, ‘বিশ্বজুড়ে এখন আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন খুবই বিপজ্জনক। তাই, ঝুঁকিটাও খুব বড়। করোনা থেকে উন্নতিটা এখনো চোখে পড়ার মতো নয় এবং আমরা এখনো অনেক দেশকে এই নিয়ে লড়াই করতে দেখছি। তাদের মধ্যে আছে ভারত ও ব্রাজিল। এখন কোনো কিছুই উদ্‌যাপনের সময় নয়।’ অলিম্পিক স্থগিত হতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে মিকিতানি বলেন, ‘এখনই সবকিছু সম্ভব।’ তিনি মনে করেন, অলিম্পিক গেমসকে নিরাপদ রাখা কঠিন হবে।

করোনা পরিস্থিতির অবনতির সঙ্গে সঙ্গে অলিম্পিক স্থগিত করার জন্য লক্ষাধিক লোক এক অনলাইন আবেদনে স্বাক্ষর করেছেন। এবার জাপানের শীর্ষস্থানীয় নির্বাহীও তাদের সঙ্গে গলা মিলিয়ে উচ্চ স্বরে উদ্বিগ্নতা প্রকাশ করলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত