সাথে ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা
৯% পর্যন্ত ছাড়ে দারাজে চলছে রিয়েলমি ডে
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ১৮:৩৯ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩
স্মার্টফোনে বিশেষ ছাড়সহ আকর্ষণীয় সব অফার নিয়ে ‘রিয়েলমি ডে’ উদযাপন করছে দেশের তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি। রিয়েলমি ডে উপলক্ষে, স্মার্টফোনপ্রেমীরা দারাজ বাংলাদেশ থেকে দারুণ মূল্যে রিয়েলমি ফোন কিনতে পারবেন। চলবে ১১-১৫ জানুয়ারি পর্যন্ত। কেনার জন্য ভিজিটঃ https://click.daraz.com.bd/e/_7oXIe
দারাজে ক্যাম্পেইন চলাকালীন, স্মার্টফোন ব্যবহারকারীরা নির্দিষ্ট ফোন ৯ শতাংশ পর্যন্ত ছাড়ে হ্রাসকৃত মূল্যে কিনতে পারবেন। সাথে থাকছে ০% ইন্টারেস্টে ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা।
এ ক্যাম্পেইনের আওতায় রিয়েলমি জিটি নিও ২ মাত্র ৩৬,৮২৬ টাকায় এবং রিয়েলমি জিটি মাস্টার এডিশন মাত্র ৩১,৩৯৩ টাকায় কেনা যাবে। সেই সাথে, তরুণদের পছন্দের রিয়েলমি ৮ ফাইভজি মাত্র ২০,৯৩৫ টাকা এবং রিয়েলমি ৮ মাত্র ২০,৯১৫ টাকায় কেনা যাবে। রিয়েলমি নারজো ৫০আই মাত্র ১০,৪৭৭ টাকায় কিনতে পারবেন ব্যবহারকারীরা। রিয়েলমি ব্যবহারকারীরা সি সিরিজের বিভিন্ন ফোন যেমন- সি২৫এস, সি২৫ওয়াই, সি২১ওয়াই, সি২১ ও সি১১ আকর্ষণীয় অফারে পাওয়া যাবে।
উল্লেখ্য যে, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এ স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত