৯ উইকেটে ১৩৪ রান - নিউজিল্যান্ড

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৮ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৮

শেষ ওয়ানডেতে দাপুটে বোলিং করেছিল বাংলাদেশ। স্বাগতিক নিউজিল্যান্ডকে মাত্র ৯১ রানে অলআউট করেছিল টাইগার বোলাররা। আরও একবার নিজেদের সামর্থ্যের প্রমাণ দিলো শরিফুল-মুস্তাফিজরা। তাদের নিয়ন্ত্রিত বোলিং বড় স্কোর করতে দেয়নি নিউজিল্যান্ডকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৩৫ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। 

বুধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস টসে জিতে কিউদের ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক নাজমুল হাসান শান্ত।নেপিয়ারে টস দিতে বল করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। তার সিদ্ধান্ত যে সঠিক তা প্রথম থেকেই প্রমাণিত করতে থাকেন পেসার মাহাদী হাসান ও শরিফুল। ব্যাট করতে নেমেই বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড। ৯ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল নিউজিল্যান্ড। তখনো স্বাগতিক দলের রান মাত্র ১। এমন অবস্থাতেও বাংলাদেশের দুশ্চিন্তা হয়ে রয়ে গিয়েছিলেন ড্যারিল মিচেল। কদিন আগেই আইপিএলের নিলামে এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে কিনতে ১৪ কোটি রুপি খরচ করেছে চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। 

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন স্পিনার শেখ মেহেদী হাসান। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান টিম সেইফার্ট।

ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম তিন বলেই জোড়া আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। দ্বিতীয় বলে ৩ বলে ১ রান করা ফিন অ্যালান ও তৃতীয় বলে ক্রিজে আসা গ্লেন ফিলিপসকে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরান শরিফুল। হ্যাটট্রিকের আশা জাগিয়েও তা করতে পারেননি এই টাইগার পেসার।

এরপর ড্যারিল মিচেল ও মার্ক চ্যাপম্যান মিলে  ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে আবারও বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন শেখ মেহেদী। দলীয় ২০ রানে ১৫ বলে ১৪ রান করে আউট হন মিচেল। 

এরপর জিমি নিশামকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন চ্যাপম্যান। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই চ্যাপম্যানকে আউট করেন লেগ স্পিনার রিশাদ হোসেন। দলীয় ৫০ রানে ১৯ বলে ১৯ রান করে আউট হন এই ব্যাটার।

এরপর ইনিংস মেরামতে কাজে হাত দেন জিমি নিশম ও স্যানটার। এই দুই ব্যাটার মিলে ৪১ রানের জুটি গড়েন। তবে দলীয় ৯১ রানে ২২ বলে ২৩ রান করে আউট হন স্যান্টনার। 

স্যান্টনারের বিদায়ের পর সাজঘরে ফিরে যান নিশাম। দলীয় ১১০ রানে ২৯ বলে ৪৮ রান করে সাজঘরে ফিরে যান তিনি।এরপর দ্রতই আউট হন টিম সাউদি। দলীয় ১২৪ রানে ১০ বলে ৮ রান করে ফিরে যান তিনি।

ইনিংসের শেষ ওভারে এসে ইশ সোধিকে সাজঘরে ফেরান তানজিম সাকিব। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।বাংলাদেশের পক্ষে শরিফুল নেন ৩টি উইকেট। এছাড়াও মুস্তাফিজ ও শেখ মেহেদী নেন ২টি করে উইকেট।  

টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই বাংলাদেশের পেস অ্যাটাকে দিশেহারা হয়ে পড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। দলীয় এক রানে তিন উইকেট খোয়ানোর পর ৫০ এর ঘর পর্যন্ত পৌঁছাতে তাদের খরচ হয় পাঁচ উইকেট। ইনিংস শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী হাসান দুটি, শরিফুল তিনটি, মোস্তাফিজুর দুটি এবং তানজিম সাকিব ও রশীদ হোসেন একটি করে উইকেট নেন।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত