৭ তারিখে সবাই মিলে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিবেন: বাণিজ্যমন্ত্রী

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ২০:৫৯ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ০২:৫৬

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি বলেন কারো প্ররোচনায় ভোট দান থেকে বিরত থাকবেন না। দেশের উন্নয়নের স্বার্থে ৭ তারিখে সবাই মিলে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিবেন। শেখ হাসিনা এ দেশের উন্নয়ন করে দেশকে অনেক অনেক দুর এগিয়ে নিয়ে গেছেন। বিএনপি জামায়াত অনেক কথা বলতে পারেন, তারা এ দেশের কোন উন্নয়ন করে নাই। যে টুকু উন্নয়ন হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলেই হয়েছে। তাই আরেকবার ভোট দিয়ে শেখ হাসিনা কে প্রধান মন্ত্রী বানাবেন। তিনি শনিবার বিকালে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শহীদ বাগ ইউনিয়ন শাখা আয়োজিত চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ কালে এ সব কথা বলেছেন। 

কাউনিয়ার শহীদবাগ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনজুম আলী, কৃষক লীগের সদস্য মোঃ মনজুদার রহমান, উপজেলা ছাত্র লীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী, যুগ্ন আহবায়ক জামিল হোসাইন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ বাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল হক প্রমূখ। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি আরো বলেন এ এলাকার উন্নয়ন ও দেশের উন্নয়ন চাইলে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের সরকার কে ক্ষমতায় আনতে হবে। আমাদের সন্তানদের কে মাদকের হাত রক্ষার জন্য খেলাধুলার বিকল্প নেই। যারা এ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছে এবং যারা অংশ গ্রহন করেছে তাদের তিনি ধন্যবাদ জানান। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত