৭ আগস্ট বাংলাদেশে আসবে বিশ্বকাপ ট্রফি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৩, ২০:৫১ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯

আজ সূচি ঘোষনার সাথে আইসিসি ১৩তম ওয়ানডে বিশ্বকাপের ট্রফিও উন্মোচিত হয়েছে, ঘোষনা করা হয়েছে ট্রফির ১৮টি দেশ ভ্রমনের সূচিও। ভূপৃষ্ঠ থেকে ১ লাখ ২০ হাজার ফুট উপরে স্ট্রাটোস্ফিয়ার থেকে ট্রফিটি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নেমে আসে।
আগামী বিশ্বকাপের ট্রফিটি বিশ্বের ১৮টি দেশের ঘুরবে। ৭ থেকে ৯ আগস্ট থাকবে বাংলাদেশে। বিশ্ব ঘুরে ৪ সেপ্টেম্বর আয়োজক দেশ ভারতে ফিরবে ট্রফিটি।
কোন-কোন দেশে ঘুড়বে বিশ্বকাপ ট্রফি :
২৭ জুন-১৪ জুলাই : ভারত
১৫-১৬ জুলাই : নিউ জিল্যান্ড
১৭-১৮ জুলাই: অস্ট্রেলিয়া
১৯-২১ জুলাই: পাপুয়া নিউ গিনি
২২-২৪ জুলাই: ভারত
২৫-২৭ জুলাই : যুক্তরাষ্ট্র
২৮-৩০ জুলাই: ওয়েস্ট ইন্ডিজ
৩১ জুলাই-৪ আগস্ট: পাকিস্তান
৫-৬ আগস্ট: শ্রীলংকা
৭-৯ আগস্ট : বাংলাদেশ
১০-১১ আগস্ট: কুয়েত
১২-১৩ আগস্ট: বাহরাইন
১৪-১৫ আগস্ট: ভারত
১৬-১৮ আগস্ট: ইতালি
১৯-২০ আগস্ট: ফ্রান্স
২১-২৪ আগস্ট: ইংল্যান্ড
২৫-২৬ আগস্ট: মালয়েশিয়া
২৭-২৮ আগস্ট: উগান্ডা
২৯-৩০ আগস্ট: নাইজেরিয়া
৩১ আগস্ট-৩ সেপ্টেম্বর: দক্ষিণ আফ্রিকা
৪ সেপ্টেম্বর থেকে : ভারতে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত