৭৬তম কান চলচ্চিত্র উৎসবের জমকালো আয়োজন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৩, ১১:০২ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আয়োজন কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে । এবার বসেছে কানের ৭৬তম আসর। ১৬ মে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হয়েছে কানের বর্ণিল আয়োজন। উৎসব শুরুর ঘণ্টা দুয়েক আগে লাল গালিচার উন্মাদনা শুরু হয়।কান উৎসব শুরুর দিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আগে দুই ঘণ্টা ধরে লাল গালিচায় চলচ্চিত্র সংশ্লিষ্টদের ফটোশুট ও আনাগোনা শুরু হয়।দুই ঘণ্টায় কানের লাল গালিচায় হেঁটেছেন ২ হাজার ৫০০ জন। এদের মধ্যে সেরা আর্ষণ ছিলেন হলিউড সুপারস্টার জনি ডেপ।

প্রিয় নায়ক জনি ডেপকে দেখে ভক্তরা বেশ উচ্ছ্বসিত ছিলেন। ভক্তদের মাঝে তিনি যেন হারিয়ে গিয়েছিলেন। ভক্তদের উন্মদনা দেখে মজাও করলেন জনি। কানের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেত্রী কিয়ারা মাস্ত্রোইয়ান্নি। তিনি গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের মঞ্চে জুরি সভাপতি রুবেন অস্টলান্ডসহ অন্য সদস্যদের স্বাগত জানান।

অনুষ্ঠানে উমা থারম্যান দুইবারের অস্কারজয়ী অভিনেতা মাইকেল ডগলাসের হাতে ৭৬তম কান উৎসবের সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন। আনুষ্ঠানিকতার পর হলিউড সুপারস্টার জনি ডেপ অভিনীত ‘জান দ্যু ব্যারি’ উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শন করা হয়। এবার উৎসবটির সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা বিভাগে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি প্রামাণ্যচিত্র লড়বে বলে কানের অফিশিয়াল সূত্রে জানা গেছে।

পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মূল প্রতিযোগিতায় ১১টি এবং শিক্ষার্থী পরিচালকদের বিভাগ লা সিনেফে রয়েছে ১৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কানের আরও দুই বিভাগ সিনেমা দ্যু লা প্লাজ এবং কান ক্ল্যাসিকসের অফিশিয়াল সিলেকশনে কয়েকটি সিনেমা রয়েছে।মহাআয়োজন শেষে আগামী ২৭ মে ১২ দিনব্যাপী কান উৎসবের পর্দা নামবে। পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ২৭তম সিনেমা ‘এলেমেন্টাল’ কান উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে বলে জানা গেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত