৭২ ঘণ্টার মধ্যে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ মে ২০২২, ১৩:৪২ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮

৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বুধবার আয়োজিত বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান চলমান থাকবে। যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধন গ্রহণ করেছেন কিন্তু নবায়ন করেননি; তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে নবায়ন করতে হবে। অন্যথায় প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

যারা নিবন্ধনের আবেদন করেছেন তাদের নিবন্ধন প্রদানের কার্যক্রম দ্রুত শেষ করতে হবে। তবে নিবন্ধন পাওয়ার আগে কার্যক্রম চালানো যাবে না। এছাড়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নির্ধারিত নিয়মনীতি না মানলে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিবন্ধন বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত