কমেনি শীতের তীব্রতা
৬ দিন পর সূর্যের দেখা মিলল পঞ্চগড়ে
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ১৮:০১ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০২:৫০
অবশেষে হিমশীতল শীতে পঞ্চগড়ে সূর্যের দেখা মিলল। সোমবার ( ১৫) জানুয়ারী সকাল,১১ টার পর কুয়াশা ভেদ করে সূর্যের আলোয় মন ভরে ওঠে শীতার্ত মানুষের মাঝে। এতে মানুষ একটু রোদের তাপ নিতে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে।
ছয়দিনের মাথায় এমন রোদ পেয়ে স্বস্তি ফিরে মানুষের মাঝে। এ সময় পঞ্চগড় শহরে অনেককে শীতবস্ত্র কিনতে ভীড় করতে দেখা,যায়। এদিকে সোমবার১০ দশমিক সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষক দপ্তর। যা নিশ্চিত করে দপ্তরটির ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। জেলাটিতে দেখা যায় সূর্যের দেখা পেলে বাড়ির লোকজনরা কাপড়- চোপড় শুকাতে ব্যস্ত হয়ে পড়ে।
শীতের দাপটে এজেলায় গত ৬ দিন ধরে মানুষ কাহিল হয়ে পড়ে। কনকনে শীত, ঘনকুয়াশা ও শৈত্য প্রবাহে শীত জনিত নানা রোগে আক্রান্ত হয় শিশুরা। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের বেডে জায়গা না পেয়ে শিশুদের নিয়ে মা বাবারা হাসপাতালের বারান্দা ও ফ্লোরে চিকিৎসা নিতে অবস্থান করে।
একদিন ধরে শিরশির বাতাস ও ঘনকুয়াশার আবরনে চারদিক ঢেকে যায়। মানুষ শীতের দাপটে কাপতে থাকে। জেকেট সুয়েটার টুপি,মাফলার পড়েও শীত যেনো নিবারন হয় না।
এমন শীতের দাপটে শ্রমজীবীদের আয় কমে যায়।
রিকসা চালক মোমিন (৩৮) বলেন' শীতে মানুষের খুব কষ্ট। কি করবো ভাড়াও কমে গেছে। বৌ বাচ্চারা কি খাবে' তাই রিকসা নিয়ে বেরিয়েছি।
এদিকে জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম জানান' সরকারি ভাবে ও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ২৮ হাজার কম্বল পাওয়া গেছে। আরো চাহিদা দিয়ে পত্র পাঠানো হয়েছে। আশা করি শীগগীর আরো কম্বল পাওয়া যাবে। বেসরকারি ভাবে শীতবস্ত্র বিতরন করা হচ্ছে। আমরা সমন্বয় করে সরকারি ও বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরন করছি ও তা অব্যাহত আছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত