৬০ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এখন ২৫ কিলোগ্রাম
প্রকাশ: ৬ নভেম্বর ২০২১, ০৯:৪৩ | আপডেট : ৮ ডিসেম্বর ২০২৪, ২৩:০৪
ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন, শতকরা ৬০ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ২৫ কেজি মজুদ গড়ে তুলেছে তার দেশ। তিনি আরো বলেছেন, শতকরা ২০ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদও ২১০ কিলোগ্রাম ছাড়িয়েছে।
রাজধানী তেহরানে শুক্রবার ইরানের পরমাণু অর্জন বিষয়ক এক প্রদর্শনীর অবকাশে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি বলেন, গত বছর ডিসেম্বরে ইরানের সংসদে পাস হওয়া একটি আইনের বলে তার সংস্থা বেসামরিক কাজে পরমাণু তৎপরতা শক্তিশালী করেছে।
২০২০ সালের ১ ডিসেম্বর ইরানের সংসদে একটি আইন পাস হয় যাতে সরকারকে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নের পরিমাণ কমিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
আমেরিকা ২০১৮ সালেই এ সমঝোতা থেকে বেরিয়ে গিয়েছিল এবং ইউরোপীয় দেশগুলো এটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। এ অবস্থায় এই সমঝোতা একা মেনে চলার কারণে ইরানের মারাত্মক ক্ষতি হচ্ছিল। ইরানের সংসদে পাস হওয়া আইনে দেশের আণবিক শক্তি সংস্থাকে বছরে ২০ মাত্রায় সমৃদ্ধ অন্তত ১২০ কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করতে বলা হয়েছিল যা গত এক বছরে ২১০ কেজি অতিক্রম করেছে।
কামালবান্দি তার দেশের পরমাণু স্থাপনায় ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কথা ঘোষণা করে বলেন, এত উচ্চ মাত্রায় বিশ্বের মাত্র অল্প কয়েকটি দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে।
ইরানের এই মুখপাত্র বলেন, দেশের সম্মান ও মর্যাদা বাড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পরমাণু শিল্প। বিশ্বের দাম্ভিক শক্তিগুলো এখন একথা স্বীকার করতে বাধ্য হচ্ছে যে, তারা আর ইরানের পরমাণু কর্মসূচির গতিরোধ করতে সক্ষম নয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত