৫৩ ঘণ্টা পর অবরোধ মুক্ত হলো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১৫:০৮ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০

ফাইল ছবি

দীর্ঘ ৫৩ ঘণ্টা পর অবরোধ মুক্ত হলো গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। সোমবার দুপুরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে মীমাংসা করার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

এরপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুপুর আড়াইটার দিকে যানবাহন চলাচল শুরু হয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়টি সরকারিভাবে পরিশোধের আশ্বাস প্রদান করা হলে তারা অবরোধ তুলে নেয়। এখন ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত