৫০ টাকায় মলনুপিরাভির বাজারজাত শুরু করেছে এসকেএফ

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৯ নভেম্বর ২০২১, ২১:০৭ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:০৯

করোনা চিকিৎসায় বিশ্বে প্রথম অনুমোদিত ওষুধ ‘মলনুপিরাভির’ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ। মুখে খাওয়ার এই ওষুধ আজ মঙ্গলবার বিকেল থেকেই দেশের বিভিন্ন ওষুধের দোকানে পাওয়া যাচ্ছে।

দেড় বছরের বেশি সময় ধরে বিশ্বে ৫০ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া করোনাভাইরাসের চিকিৎসায় এত দিন অনুমোদিত কোনো সুনির্দিষ্ট ওষুধ ছিল না। ৪ নভেম্বর এর চিকিৎসায় ‘মলনুপিরাভির’–এর অনুমোদন দেয় যুক্তরাজ্য।

মলনুপিরাভির মুখে খাওয়ার ক্যাপসুল বা বড়ি। সাধারণত ফ্লুর চিকিৎসায় এটি ব্যবহার করা হতো। যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে করোনা চিকিৎসায় এই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে, এই ক্যাপসুল রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুঝুঁকি অর্ধেক কমিয়ে দেয়। এই ওষুধের অনুমোদন দেওয়ার পর যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, যেসব ব্যক্তি দুর্বল এবং যাঁদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাঁদের চিকিৎসায় এই ওষুধ প্রয়োগ হবে যুগান্তকারী।

যুক্তরাজ্য করোনা চিকিৎসায় মলনুপিরাভির ব্যবহারের অনুমোদন দেওয়ার পরপরই বাংলাদেশের বাজারে ওষুধটি আনার উদ্যোগ নেয় এসকেএফসহ কয়েকটি প্রতিষ্ঠান। ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে আবেদন করে তারা।

আজ দুপুরে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, এসকেএফ ও বেক্সিমকোকে মলনুপিরাভির ওষুধটি জরুরি ভিত্তিতে বাজারজাতকরণের অনুমোদন দেওয়া হয়েছে। এ ওষুধ করোনা চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, মোট ১০টি প্রতিষ্ঠান এই ওষুধ প্রস্তুত ও বাজারজাত করার আবেদন করেছিল। আটটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মাহবুবুর রহমান বলেন, করোনা সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই একজন প্রাপ্তবয়স্ককে সকালে চারটি ও রাতে চারটি ক্যাপসুল সেবন করতে হবে। এভাবে ৫ দিনে ৪০টি ক্যাপসুল সেবন করতে হবে। প্রতি ক্যাপসুলের দাম ধরা হয়েছে ৫০ টাকা।

এই ওষুধের গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। 

প্রতিষ্ঠানটির মহাপরিচালক বলেন, ‘ক্লিনিক্যাল ট্রায়ালের’ ফলাফলে ওষুধটি সেবনে স্বাভাবিক ধরনের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। যেমন মাথাব্যথা, বমি ও মাথা ঝিমঝিম করার মতো হালকা থেকে মাঝারি ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া মলনুপিরাভির সেবন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত