৪ দিনের সফরে মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
প্রকাশ: ২০ অক্টোবর ২০২১, ১০:২১ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ২০:০৫
৪ দিনের সফরে মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি এসেছেন। মঙ্গলবার (১৯-১০-২১) রাতে তিনি নিজ বাসভবনে মেহেরপুর পৌঁছেছেন।
সফরের প্রথম দিন বুধবার মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রাম পাকা সড়ক করণের উদ্বোধন করবেন। বৃহস্পতিবার মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় যোগদান করবেন। শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইকোপার্কের উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্বোধন করবেন এবং রাতে মেহেরপুর সরকারি কলেজ মাঠে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন। শনিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মাদকবিরোধী ফুটবল খেলার উদ্বোধন শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করবেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত