৪৫৩ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ৯ এপ্রিল ২০২২, ১৯:২৫ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৩

স্পিনার তাইজুল ইসলামের বোলিং নৈপুণ্যে পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম ইনিংসে ৪৫৩ রানে অলআউট হলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বল হাতে ৫০ ওভারে ১৩৫ রানে ৬ উইকেট নেন তাইজুল।

প্রথম দিন ৫ উইকেটে ২৭৮ রান করেছিলো দক্ষিণ আফ্রিকা। কাইল ভেরিনি ১০ ও ওয়াইন মুল্ডার খালি হাতে দিন শেষ করেছিলেন। আজ ভেরিনিকে ২২ রানে থামিয়ে নিজের তৃতীয় সাফল্য পান পেসার খালেদ আহমেদ। 

আর মুল্ডারকে ৩৩ রানে আটকে দিয়ে ইনিংসে নিজের চতুর্থ উইকেট নেন তাইজুল ইসলাম। তবে অন্যপ্রান্তে বাংলাদেশ বোলারদের বিপক্ষে দ্রুত রান তুলেছেন মহারাজ। ৬১ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৫ রান তুলে চা  বিরতিতে যান মহারাজ।

দ্বিতীয় সেশনে মহারাজকে ৮৪ রানে আউট করে   টেস্ট ক্যারিয়ারে ১০মবারের মত পাঁচ বা ততোধিক উইকেট নেয়ার কৃতিত্ব দেখান  তাইজুল। ষষ্ঠ উইকেট হিসেবে সিমোন হার্মারকে শিকার করেন তাইজুল। আর শেষ ব্যাটার লিজাড উইলিয়ামসকে ১৩ রানে বিদায় দিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৪৫৩ রানে গুটিয়ে দেন মেহেদি হাসান মিরাজ। ১০০ রানে ৩ উইকেট নেন পেসার খালেদ আহমেদ। ৮৫ রানে ১ উইকেট নেন মিরাজ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত