৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ১৭:২০ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২২:৪০
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় সৃষ্ট বন্যার কারণে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হলো। তারিখ পরে জানানো হবে।
এর আগে দুপুরে বন্যার কারণে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা ২৮ আগস্ট শুরু হওয়ার কথা ছিল।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত