‘৪৩ বছর পর আপিল করা যায়, সরকার কী এতদিন ঘুমিয়ে ছিল’
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ১৪:২৮ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২৩:২৫
সিলেটের ৪ একরের একটি বিল ফিরে পেতে ৪৩ বছর পর আপিল করেছে সরকার। যেখানে এ মামলায় আপিলের সময় ছিল মাত্র ৩০ দিন, সেখানে এত বছর পর আপিল করার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন দেশের সর্বোচ্চ আদালত।
এসময় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বলেন, সরকার করলেই কী সাত খুন মাফ হয়ে যাবে, বিষয়টা কী এমন। এতদিন কী সরকার ঘুমিয়েছিল। মামলাটির নিম্ন আদালতের রায়ের ৫৪ বছর পর শুনানি হলো আপিল বিভাগে।
সিলেটের একটি জল মহাল ১৯৬৬ সালের ১৫ ফেব্রুয়ারি দাবি করেন মোহাম্মদ সফুর আলী ও রাবেয়া খাতুন। তারা দাবি করে এ ওয়াকফ সম্পত্তিটি তাদের৷ পরবর্তীতে নিম্ন আদালত ও হাইকোর্ট ওই বিলের মালিকানা দু’জনের নামে দেন। ঈদের বন্ধের পর এ মামলায় আদেশ দেবেন আপিল বিভাগ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত