৪১জনের বড় বহর নিয়ে চার্টার্ড ফ্লাইটে শ্রীলঙ্কায় যাবে টাইগাররা
প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১৯:৪৩ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫
করোনাভাইরাসের কারণে তৈরি হওয়া নতুন পরিস্থিতিতে বদলে গেছে অনেক কিছুই। মহামারির পরের সিরিজগুলোতে ক্রিকেট দলগুলোকেও মানতে হচ্ছে নানা বিধি-নিষেধ। বিভিন্ন সফরে যেতে হচ্ছে বিশাল বড় বহর নিয়ে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দুই দিন পর শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ, এই সফরেও ৪১জনের বড় বহর নিয়ে যাবে টাইগাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্র থেকে জানা গেছে, আগামী ১২ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে যাবে দল। বিসিবি অফিসিয়ালসহ সর্বমোট ৪১ জন এই বহরে থাকবেন। তবে বাড়তি সতর্কতার জন্য পরবর্তীতে এই সংখ্যা বাড়তেও পারে।
এমনিতে ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে থাকেন সাব্বির খান। তিনি শ্রীলঙ্কা সফরে থাকছেন না। তার বদলে এই সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে যাবেন শাহরিয়ার নাফীস।
বোর্ডে যোগ দেওয়ার পর জাতীয় দলের সাথে এটাই প্রথম সফর হতে যাচ্ছে তার। গত ফেব্রুয়ারিতে ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার হিসেবে যোগ দিয়েছেন একসময়ের এই তারকা ক্রিকেটার।
শনিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বাংলাদেশ দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও বিসিবি কর্মকর্তাসহ মোট ২৯ জন করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন। তাদের মধ্যে ছিলেন শাহরিয়ার নাফীসও।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত