৪০ হাজার ৭০০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০৭ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:০৩
বন্যাদুর্গত অসহায় ২৯১৪ মানুষকে উদ্ধার; ৪০ হাজার ৭১৬টি পরিবারকে ত্রাণ এবং ৬ হাজার ৯৭৮ জনকে চিকিৎসাসেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষকে উদ্ধার তৎপরতা, তাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত বন্যাদুর্গত এলাকা থেকে ২ হাজার ৯১৪ জনকে উদ্ধার; ৪০ হাজার ৭১৬টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং ৬ হাজার ৯৭৮ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।
সর্বশেষ বুধবার (২৮ আগস্ট) ৬ হাজার ৫২০টি পরিবারের পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং ১৮১২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।
এরমধ্যে বন্যাদুর্গত ফেনী সদরে ১৫০টি, ফুলগাজীতে ১৭৭৭টি, পরশুরামে ১১৭৫টি, ছাগলনাইয়ায় ৮১৫টি, সোনাগাজীতে ৫০০টি এবং দাগনভূঁঞায় ৮৮০টি পরিবারসহ ফেনী জেলায় মোট ৫২৯৭টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
অন্যদিকে, কুমিল্লার আদর্শনগরে ৬৫০টি এবং বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় ৫২০টিসহ কুমিল্লা জেলার ১১৭০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও রাঙামাটির বরকলে বন্যাদুর্গত ৩০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বিজিবি পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত কুমিল্লার বুড়িচংয়ের দুর্গম বাকশীমুল হাই স্কুল এলাকার ৫০০ জন; ফেনীর জিনারহাট পশ্চিম মধুগ্রাম এলাকার ৪৮৭ জন এবং নোয়াখালীর সেনবাগের চাঁদপুর আদর্শ বিদ্যালয় এলাকার ৮২৫ জনসহ মোট ১৮১২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত