৪০টি স্টোল স্থান পেয়েছে কাউনিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা
প্রকাশ: ৫ জুন ২০২১, ১৬:৪৫ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৮
পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন প্রাণসম্পদ প্রদর্শনীর আয়োজন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণীসম্পাদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণী সম্পদ বিভাগ কাউনিয়া এর আয়োজনে শনিবার বালিকা বিদ্যালয় মাঠে দিন ব্যাপি প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২১ অনুষ্ঠিত হয়।
প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২১ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২১ বাস্তবায়ন কমিটি তাহমিনা তারিন। নির্বাহী অফিসার ও সভাপতি প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২১ বাস্তবায়ন কমিটির সভাপতি তাহমিনা তারিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ও সদস্য সচিব প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২১ বাস্তবায়ন কমিটি ডাঃ মনোজিৎ কুমার সরকার, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, ভেটেরিনারি সার্জন ডাঃ শাকিল আহম্মেদ, উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, ডেইরী মালিক এসোসিয়েশন এর সভাপতি খামারী মোঃ জুলফিকার হায়দার, পোল্ট্রি খামার মালিক এসাসিয়েশনের সভাপতি খামারী মোঃ সালেমুল ইসলাম সেলিম প্রমূখ। প্রদর্শনীতে ৪০টি স্টল স্থান পায়। পরে ৪টি ক্যাটাগরিতে ৮ জন কে ১ম ও ২য় স্থান অর্জনকারী পুরস্কার সহ সকল স্টল গুলোকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত