৪র্থ বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ফেন্সিং চ্যাম্পিয়শীপের শিরোপা জয়ী বাংলাদেশ নেভি
প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ১৮:৪৬ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৩:১৩
বাংলাদেশ ফেন্সিং এসোসিয়েশন কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ৪র্থ বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ফেন্সিং প্রতিযোগিতা ২০২২ গত ২৭ মার্চ,২০২২ তারিখে মিরপুর শহীদ সোহরাওয়াদ্দী ইনডোর স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে এক বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয় । উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেন্সিং এসোসিয়েশন সভাপতি এম.শোয়েব চৌধুরী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালের বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনাল (ইটচ) ও ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক কমান্ডেন্ট লেঃ জেঃ (অবঃ) শেখ মামুন খালেদ,জঈউঝ,টঝও, এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এস.এম রুহল আমিন ও বাংলাদেশ ফিনান্সিয়্যাল ডিভিশনের সেক্রেটারী শেখ মোহাম্মদ সের্লিম উল্যাহ । প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন বাংলাদেশ ফেন্সিং এসোসিয়েশন বঙ্গবন্ধু তার পরিবারের প্রতি কৃজ্ঞতার বহিঃপ্রকাশান্তে যে জাতীয় ফেন্সিং প্রতিযোগিতার আয়োজন করেছে তা অত্যন্ত প্রশংসনীয়, মুক্তিযোদ্ধের চেতনায় উজ্জীবিত একটি সংগঠন হিসেবে ফেন্সিং এসোসিয়েশন ভূয়সী প্রশংসা করেন এবং তরুন প্রজন্মের নিকট খেলাধূলা মাধ্যমে দেশ ও জাতির প্রকৃতি ইতিহাস তুলে ধরার জন্য আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন । পাশাপাশি ফেন্সিং এসোসিয়েশন সভাপতি এম.শোয়েব চৌধুরীর নেতৃত্বের সৃজনশীল দিকগুলো তুলে ধরেন। জনাব এস.এম রুহল আমিন তার বক্তৃতায় বলেন ২০১৭ সাল হতে মাত্র অল্প সময়ের মধ্যে শোয়েব চৌধুরীর নেতৃত্বে ফেন্সিং দেশব্যাপী জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি আর্ন্তজাতিক প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয়ের মাধ্যমে দেশের যে সুনাম কুড়িয়েছেন তা ক্রীড়াঙ্গনে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং তার নেতৃত্বে ফেন্সিং অলিম্পিক ও কমনওয়েলথ প্রতিযোগিতাতেও দেশের পতাকা সম্মানের সাথে দেশের পতাকা উত্তোলন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন, অন্যান্য অতিথিবৃন্দও বাংলাদেশ ফেন্সিং এসোসিয়েশনের সালফ্য কামনা করেন। বাংলাদেশ ফেন্সিং এসোসিয়েশন সভাপতি জনাব এম শোয়েব চৌধুরী তার বক্তৃতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং ফেন্সিং খেলার মাধ্যমে বাঙ্গালী জাতিকে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে অধিষ্ঠিত করার জন্য নিয়মিত এই ধরনের প্রতিযোগিতার আয়োজনের অঙ্গিকার ব্যক্ত করেন। তাছাড়াও উক্ত পুরষ্কার বিতরনি অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জনাব হামিম হাসান, বাংলাদেশ ফেন্সিং এসোসিয়েশন কার্যনির্বাহীর কমিটির সদস্য ও দৈনিক এশিয়ান এইজ পত্রিকার প্রকাশক মোঃ আল-আমীন চৌধুরী, শামীম আহমেদ, রেজাউর রহমান সিনহাসহ প্রতিযোগিতা সংশ্লিষ্ট অন্যান্য ব্যাক্তিবর্গ।
৪র্থ বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ফেন্সিং প্রতিযোগিতা ২০২২ এ সারা বাংলাদেশ হতে প্রায় ৪০টি দলের ১৩৫ জন ফেন্সার অংশগ্রহন করেন। উক্ত প্রতিযোগিতায় ৮টি স্বর্ণ, ৬টি রূপ ও ৯টি তা¤্র পদক জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নেভি, ৪টি স্বর্ণ, ৩টি রূপ ও ২টি তা¤্র পদক জয়ের করে প্রথম রার্নাস আপ হয় বর্ডার গার্ড বাংলাদেশ এবং ২টি রূপ ও ৩টি তা¤্র পদক জয়ের মাধ্যমে দ্বিতীয় রার্নাস আপ হয় রুবিরহাট বঙ্গবন্ধু ফেন্সিং ক্লাব । প্রধান অতিথি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া মাধ্যমে প্রতিযোগিতার সমাাপ্তি হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত