৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫২ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৬:২৪

রংপুরের কাউনিয়া থানা পুলিশ মোঃ হাসমত আলী নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানাধীন এলাকা থেকে তাকে আটক করা হয়। হাসমত আলী কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম চাঁনঘাট গ্রামের আশরাফ আলী ছেলে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন হাসমত আলী দুইবছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। একটি মামলায় আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায় ঘোষণার পর থেকে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। 

তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টার সেলিমুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানা পুলিশের সহযোগিতায় ওই থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে হাসমত আলী কে রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত