৩২ নং ছাপাখানা
প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ১১:২৮ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:১১
শিপন হোসেন মানব
-----------------------------
একাত্তরে ফুল তুলেছিলাম
রক্তাক্ত পৃথিবীর বুক চিরে
অসংখ্য শবদেহ চির নিঃশব্দ নিশ্চুপ
কল্পনার অপঘাতে দাঁড়িয়ে থাকে
সভ্যতার প্রাচীর ।
একদিন ঢলে পড়া দিনের সূর্য
পথহীন অন্ধকার করে যায় অসভ্য বুলেট
সেদিন সূর্য উঠেনি
১৫ই আগস্ট সূর্য ওঠে না
বরং প্রতিটা প্রাণ সূর্য হয়ে থাকে
বাংলাদেশ
বাংলাদেশ
বাঙালির বাংলাদেশ ।
এখান থেকেই পোস্টারের লাল রং হয়
প্রতিদিন ৩২ নং ছাপাখানায়
ছাপা হয় মানচিত্র
মানচিত্র
মানুষের মানচিত্র
বিশুদ্ধ যন্ত্রণাগুলো ইতিহাস হয়ে থাকে
বাউলের মেঠোপথ বিবেকের রক্তাক্ত মিছিলে
প্রতিমা হয়
প্রতিমারা কাঁদে
কাঁদায়
এভাবেই বাঙালি কাঁদতে শিখে
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত