৩১ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ: ৯ মে ২০২৩, ১৫:৩০ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ২৩:১৮
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ৩১ কেজি গাঁজাসহ চার জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। সোমবার (৮ মে) কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন– মো. সাদ্দাম হোসেন (২৫), মো. রাজ্জিকুল ইসলাম ওরুফে রাব্বিকুল (১৯), সাজেদা বেগম (৫০) ও মোছা. রানী বেগম (৩৪)। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৯ মে) বেলা দেড়টায় এ তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা র্যাবকে জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ আশাপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা হয়েছে বলেও জানায় র্যাব।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত