২ সপ্তাহের মধ্যে করোনায় মা-বোনকে হারালেন ভারতীয় নারী ক্রিকেটার
প্রকাশ: ৭ মে ২০২১, ০৯:২৯ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:১২
ভারত নারী ক্রিকেট দলের ব্যাটার বেদা কৃষ্ণমূর্তিকে বেজার মুখে দেখা পাওয়াই ভার। ক্রিকেট মাঠে তো বটেই, সামাজিক যোগাযোগমাধ্যমেও বেদার হাসিমুখটা চোখে পড়ে সব সময়। সেই বেদার হাসিমুখ মিলিয়ে গেছে করোনায়। মাত্র দুই সপ্তাহের মধ্যেই যে করোনা কেড়ে নিয়েছে বেদার মা ও বড় বোনকে।
২৮ বছর বয়সী বেদার মা মারা গেছেন গত ২৩ এপ্রিল। বেদার বড় বোন বাৎসলা শিবকুমার মারা গেছেন গত বুধবার। ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু থেকে ২৪৫ কিলোমিটার দূরের চিকমাগালুর শহরের এক হাসপাতালে মারা গেছেন বাৎসলা। ৪২ বছর বয়সী বাৎসলার ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল করোনায়।
ভারতের হয়ে ৪৮টি ওয়ানডে ও ৭৬টি টি-টোয়েন্টি খেলা বেদার মা ও বোন হারানোর খবর সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভারতের নারী দলের সাবেক ক্রিকেটার রিমা মালহোত্রা। রিমা জানিয়েছেন বেদার বোন সুস্থ হয়ে ওঠার ইঙ্গিত দিয়েছিলেন, ‘এই সপ্তাহের শুরুতে তো হাসপাতালের কর্মীদের সাহায্য নিয়ে বেদার বোন ফেসটাইমিংয়ে (ভিডিও বার্তার অ্যাপস) বেদার ও কাছের মানুষদের সঙ্গে কথা বলেছেন। খুবই দুঃখজনক ব্যাপার আন্টির পর দিদিকেও বাঁচাতে পারলাম না।’
রিমা জানিয়েছেন বেদার বাবা, ভাই ও আরও এক বোন গত মাসের শুরুতে করোনাভাইরাসে আক্রান্ত হন। পরিবারের সদস্যদের দেখে এসে বেঙ্গালুরুতে সেলফ আইসোলেশনে চলে যান বেদা। করোনা পরীক্ষায় নেগেটিভ হলেও এরপর আর পরিবারের কাছে যেতে পারেননি তিনি। মায়ের মৃত্যুর পরের দিন টুইট করেই খবরটা দিয়েছিলেন বেদা। আজ রাতে টুইটারে বেদা নিজেও জানিয়েছেন বোনের মৃত্যুসংবাদ।
পুরো ভারতই এখন কাবু হয়ে গেছে করোনাভাইরাসে। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন প্রায় চার লাখ মানুষ, মারা যাচ্ছেন তিন-চার হাজার করে। করোনার হানায় তো বন্ধই হয়ে গেলে আইপিএল। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন করোনায়।
ভারতীয় ক্রিকেটের মহাতারকা শচীন টেন্ডুলকার আক্রান্ত হয়েছেন করোনায়। করোনা পজিটিভ হয়েছেন এস বদ্রিনাথ, ইউসুফ পাঠান ও নারী দলের হারমানপ্রীত কৌরসহ আরও অনেক ক্রিকেটার।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত