২ মাসের মধ্যে সর্বনিম্ন দৈনিক শনাক্ত ভারতে, প্রাণ হারিয়েছেন ২৬৬৭

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ জুন ২০২১, ১০:৫৪ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:১৮

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করোনা রোগী ধরা পড়েছেন এক লাখ ১৪ হাজার। গত দুইমাসের মধ্যে এটিই দেশটিতে সর্বনিম্ন দৈনিক শনাক্ত। একইসময়ে প্রাণ হারিয়েছেন দুই হাজার ৬৬৭ জন। রবিবার (৬ জুন) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৮৯ হাজার ২৩২ জন। এখন পর্যন্ত মোট ২ কোটি ৬৯ লক্ষ ৮৪ হাজার ৭৮১ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৪ লক্ষ ৭৭ হাজার ৭৯৯।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত