২৫ ম্যাচের অজেয় যাত্রা লিভারপুলকে থামাল ওয়েস্ট হ্যাম
প্রকাশ: ৮ নভেম্বর ২০২১, ১১:৪৮ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৩:৪২
সব প্রতিযোগিতা মিলিয়ে রেকর্ড ২৫ ম্যাচের অজেয় যাত্রা থামল লিভারপুলের। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে ইয়র্গেন ক্লপের শিষ্যরা। এর আগে সবশেষ লিভারপুল হেরেছিল গত এপ্রিলে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে ৩-১ গোলে।
ওয়েস্ট হ্যামের লন্ডন স্টেডিয়ামে খেলতে আসে লিভারপুল। তবে ম্যাচের চতুর্থ মিনিটে আলিসনের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। কর্নার ফেরাতে গিয়ে অনেকটা লাফিয়ে ওঠা লিভারপুল গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে বল জালে জড়ায়।
তবে প্রথমার্ধের শেষে ৪১তম মিনিটে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের দারুণ গোলে সমতায় ফেরে লিভারপুল। এই ইংলিশ ডিফেন্ডারের ছোট ফ্রি কিক সালাহ পা দিয়ে থামান। এরপর আর্নল্ডের ডান পায়ের শট দারুণভাবে বাঁক খেয়ে জালে জড়ায়। গোলরক্ষকের কিছুই করার ছিল না।
বিরতির পর ৬৬তম মিনিটে ফের এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। লিভারপুল মাঝমাঠে বল হারানোর পর জ্যারড বোয়েন গতিতে ডিফেন্ডারদের ছিটকে দিয়ে বেশ খানিকটা এগিয়ে থ্রু পাস বাড়ান বাঁয়ে থাকা ফোরনালসের উদ্দেশে। এই স্প্যানিশ মিডফিল্ডারের শট ঝাঁপিয়ে পড়া আলিসনের গ্লাভস ছুঁয়ে জালে জড়ায়।
৮৩তম মিনিটে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের পা ঘুরে পাওয়া বল প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে শরীরটা ঘুরিয়ে বাঁ পায়ের শটে ব্যবধান কমান দিভোক ওরিগি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ফ্রি কিকে মানের হেড দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে হারের হতাশা সঙ্গী হয় লিভারপুলের।
লিগে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল। তাদের চেয়ে ১ করে পয়েন্ট বেশি নিয়ে গোল পার্থক্যে ম্যানচেস্টার সিটি দ্বিতীয় ও ওয়েস্ট হ্যাম তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ২৬।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত