২৪ ঘণ্টায় ১৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৮ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৭
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১৯০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৯০ জন। এরমধ্যে ঢাকাতে ১৪৯ জন এবং ঢাকার বাইরের সারাদেশে ভর্তি হয়েছেন ৪১ জন।
এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ৯৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ৭৫৬ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে ২০৪ জন রোগী ভর্তি রয়েছেন।
এ বছর ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৮ হাজার ১৯৭ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ১৭০ জন। এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৬৭ জনের মৃত্যু হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত