২৪৬ কোটি টাকায় ৪০ টন ডিএপি সার কিনবে সরকার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ জুলাই ২০২৪, ১৫:০১ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:২২

রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২৪৬ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ৪০ হাজার টন ডিএপি সার কিনবে সরকার। এর আগে গত ২৭ মে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ২১০ কোটি টাকা ব্যয়ে ৪০ হাজার টন ডিএপি সার ক্রয় করে সরকার।

বুধবার (৩ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। 

সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান বলেন, কৃষি মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব করা হয়েছিল। কমিটি প্রস্তাবটি অনুমোদনের জন্য সুপারিশ করেছে। রাষ্ট্রীয় পর্যায়ে মাডেন সৌদি আরব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় সপ্তম লটে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির করা হবে। এর ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪৬ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা। প্রতি টনের মূল্য ৫২৩ মার্কিন ডলার। যার পূর্বমূল্য ছিল ৫১৯ মার্কিন ডলার। 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত