২১ বছর পর শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
প্রকাশ: ২ মার্চ ২০২২, ১৩:৫১ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২২
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এক খুদে বার্তায় এ খবর জানিয়েছে।
সিটিটিসির খুদে বার্তায় বলা হয়েছে, গ্রেপ্তার আসামি মুফতি হান্নানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তবে আসামির নাম, কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি তাঁরা। আজ বুধবার এক সংবাদ সম্মেলেন আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাবে সিটিটিসি।
২০০০ সালে কোটালীপাড়ায় জনসভাস্থলে বোমা পুঁতে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের মামলায় ১৪ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেন আদালত। গত বছর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান ১৪ জঙ্গির প্রত্যেককে ‘ফায়ারিং স্কোয়াডে’ বা গুলি করে মৃত্যুদণ্ড বাস্তবায়নের নির্দেশ দেন।
আসামিদের মধ্যে পাঁচজন পলাতক। তাঁরা হলেন আজিজুল, লোকমান, ইউসুফ, এনামুল ও মোসাহেব। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) সদস্য বলে পুলিশের তদন্তে উঠে আসে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত